Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

BRTC-SEIP প্রকল্পের ভর্তি বিজ্ঞপ্তি

SEIP প্রকল্পের আওতায় Tranche-3 এর 5ম পর্যায়ের সম্পূর্ণ সরকারি খরচে 4 মাস মেয়াদী (80দিন) মোটরযান ড্রাইভিং, রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ ও বিআরটেএ এর মাধ্যমে লাইসেন্স পাওয়ার সূবর্ণ সুযোগ!

  • সুবিধা সমূহঃ

v নারী ও উপজাতি প্রশিক্ষণার্থীদের অগ্রাধীকার দেওয়া হয়। v সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের দৈনিক 100/-(একশত) টাকা হারে প্রদান করা হয়। v দেশে/বিদেশে কর্মসংস্থান প্রাপ্তিতে সহযোগিতা প্রদান করা হয়, v সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের বিনামূল্যে বিআরটিএ এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স ও সনদপত্র প্রদান।


আবেদনকারীদের আবেদনের জন্য নিম্ন বণির্ত কাগজ পত্রাদি জমা দিতে হবেঃ

1। জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে ও আবেদন জমা তারিখে আবেদনকারীর রয়স 21-34 বছর মধ্যে হতে হবে(ফটোকপি A4 সাইজের – 1টি)। জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি হলে নির্বাচন কমিশন অফিস কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে।

2। জাতীয়তা সনদঃ (ফটোকপি A4 সাইজের – 1টি)

          ক) চট্টগ্রাম জেলার সিটি কর্পোরেশনের স্থায়ী বাসীন্ধাদের জন্য কাউন্সিলর সনদ।

          খ) চট্টগ্রাম জেলার ভিতরে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর বাহিরে স্থায়ী বাসিন্ধাদের জন্য চেয়ারম্যান/পৌরসভা সনদ।

          গ) চট্টগ্রাম জেলার বাহিরে অন্য সকল জেলার বাসিন্ধাদের জন্য নিজ জেলার সিটি কর্পোরেশন/চেয়ারম্যান/পৌরসভা

                   সনদসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কাউন্সিলার সনদ জমা দিতে হবে।

3। শিক্ষাগত যোগ্যতা নূন্যতম জেএসসি বা এসএসসি সমমান বোর্ড সনদপত্রের ফটোকপিসহ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে (কোন প্রকার নম্বর পত্র বা প্রশংসাপত্র গ্রহণ যোগ্য হবে না)।

4। এনআইডিতে রক্তের গ্রুপ উল্লেখ না থাকলে প্যাথলজিকর্তৃক রক্তের গ্রুপের সনদ।(ফটোকপি A4 সাইজের – 1টি)

5। ছবি 2কপি (পি.পি. সাইজের)।


[উপরোক্ত সকল কাগজ পত্রের মধ্যে যে কোন একটি কাগজপত্র কম হলে তার আবেদন ফরম গ্রহণ করা হবে না ও সকল কাগজপত্র সাথে নিয়ে আসলে অফিস রুম থেকে ফরম বিতরণ ও জমা নেওয়া হবে]


যে সকল আবেদনকারী এই কোর্সে আবেদন করতে পারবেন নাঃ

1। বয়স 21 বছরের কম বা 34 বছরের বেশি।

2। কোন প্রকার পূর্বের লাইসেন্স থাকলে।

3। SEIP প্রকল্পের কোন প্রশিক্ষণে পূর্বে অংশগ্রহণ করে থাকলে।

4। সকল কাগজপত্রের মধ্যে আবেদনকারীর নাম, পিতার নাম, বয়সসহ কোন প্রকার তথ্যের অমিল থাকলে।


আবেদন ফরম বিতরণ ও জমা নেওয়ার সময়ঃ

আগামী 26/02/2023ইং তারিখ থেকে 10/04/2023ইং তারিখ পর্যন্ত প্রতি প্রতিকর্ম দিবসে সকাল 10:00 ঘটিকা থেকে বিকাল 04:00 ঘটিকা পর্যন্ত আবেদন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। আগামী 11/04/2023ইং তারিখে সকাল 09:00 ঘটিকা থেকে স্বাক্ষাৎকারে নেওয়া হবে।


যোগাযোগঃ

মোবাইল নং 01786366533, 01722248104, 01676844488,

 01843872932, 01813993719, 01824816681।                   ফোন নং- 02334484424।

[বিঃদ্রঃ [বিঃদ্রঃ ফরম জমা দেওয়া শেষ তারিখ 10/04/2023ইং। স্বাক্ষাৎকার আগামী 11/04/2023ইং তারিখ সকাল 09:00 ঘটিকা থেকে শুরু হবে।।]