v নারী ও উপজাতি প্রশিক্ষণার্থীদের অগ্রাধীকার দেওয়া হয়। v সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের দৈনিক 100/-(একশত) টাকা হারে প্রদান করা হয়। v দেশে/বিদেশে কর্মসংস্থান প্রাপ্তিতে সহযোগিতা প্রদান করা হয়, v সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের বিনামূল্যে বিআরটিএ এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স ও সনদপত্র প্রদান।
1। জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে ও আবেদন জমা তারিখে আবেদনকারীর রয়স 21-34 বছর মধ্যে হতে হবে(ফটোকপি A4 সাইজের – 1টি)। জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি হলে নির্বাচন কমিশন অফিস কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে।
2। জাতীয়তা সনদঃ (ফটোকপি A4 সাইজের – 1টি)
ক) চট্টগ্রাম জেলার সিটি কর্পোরেশনের স্থায়ী বাসীন্ধাদের জন্য কাউন্সিলর সনদ।
খ) চট্টগ্রাম জেলার ভিতরে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর বাহিরে স্থায়ী বাসিন্ধাদের জন্য চেয়ারম্যান/পৌরসভা সনদ।
গ) চট্টগ্রাম জেলার বাহিরে অন্য সকল জেলার বাসিন্ধাদের জন্য নিজ জেলার সিটি কর্পোরেশন/চেয়ারম্যান/পৌরসভা
সনদসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কাউন্সিলার সনদ জমা দিতে হবে।
3। শিক্ষাগত যোগ্যতা নূন্যতম জেএসসি বা এসএসসি সমমান বোর্ড সনদপত্রের ফটোকপিসহ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে (কোন প্রকার নম্বর পত্র বা প্রশংসাপত্র গ্রহণ যোগ্য হবে না)।
4। এনআইডিতে রক্তের গ্রুপ উল্লেখ না থাকলে প্যাথলজিকর্তৃক রক্তের গ্রুপের সনদ।(ফটোকপি A4 সাইজের – 1টি)
5। ছবি 2কপি (পি.পি. সাইজের)।
1। বয়স 21 বছরের কম বা 34 বছরের বেশি।
2। কোন প্রকার পূর্বের লাইসেন্স থাকলে।
3। SEIP প্রকল্পের কোন প্রশিক্ষণে পূর্বে অংশগ্রহণ করে থাকলে।
4। সকল কাগজপত্রের মধ্যে আবেদনকারীর নাম, পিতার নাম, বয়সসহ কোন প্রকার তথ্যের অমিল থাকলে।
আগামী 26/02/2023ইং তারিখ থেকে 10/04/2023ইং তারিখ পর্যন্ত প্রতি প্রতিকর্ম দিবসে সকাল 10:00 ঘটিকা থেকে বিকাল 04:00 ঘটিকা পর্যন্ত আবেদন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। আগামী 11/04/2023ইং তারিখে সকাল 09:00 ঘটিকা থেকে স্বাক্ষাৎকারে নেওয়া হবে।
মোবাইল নং 01786366533, 01722248104, 01676844488,
01843872932, 01813993719, 01824816681। ফোন নং- 02334484424।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস