Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

দক্ষ জনবল তৈরীতে বিআরটিসি’র চট্টগ্রাম প্রশিক্ষণ কেন্দ্রের অবদান (2000 – 2022)

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন একটি রাষ্ট্রীয় পরিবহন সেবা সংস্থা। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশ 1961 সালের অধ্যাদেশ নম্বর-7 মোতাবেক প্রতিষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের সময় ক্ষতিগ্রস্থ এ প্রতিষ্ঠানটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রত্যক্ষ দিক-নির্দেশনায় 1972 সালে পুনঃগঠিত হয়ে নতুন আঙ্গিকে বিআরটিসি যাত্রা শুরু করে। যাত্রী ও পন্য পরিবহনের পাশাপাশি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ চালক ও কারিগর তৈরি করে দেশের বিপুল বেকার জনসংখ্যাকে কর্মমুখী জনশক্তি সৃষ্টিতে এ সংস্থাটি ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। বিআরটিসি চট্টগ্রাম প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ, মোটর মেকানিজম প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক ও করিগর তৈরির লক্ষ্যে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিআরটিসি 2022ইং পর্যন্ত 8,055 জন পুরুষ প্রশিক্ষণার্থীসহ 602 জন মহিলা প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের আওতায় 2136 জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ সকল প্রশিক্ষিত চালকগণ নিরাপদ সড়ক গড়তে সহায়ক ভূমিকা পালন করছে এবং দক্ষ জনবল হিসেবে দেশে-বিদেশে সুনাম অর্জন করছে। বর্তমানে দেশব্যপি বিআরটিসি’র প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে SEIP প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ গ্রহণ করছে।